চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে দিনমজুর অসুস্থ মুক্তিযোদ্ধা নসিমুদ্দিন নসু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে একটি বাড়ি ও নগদ টাকা পেলেন। প্রধানমন্ত্রী পক্ষ থেকে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ তার হাতে বাড়িটির চাবি তুলে দেন। শুক্রবার দুপুরে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বাগামারা গ্রামের বাড়ি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, চৌডালা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম।
দিনমজুর অসুস্থ মুক্তিযোদ্ধা নসিমুদ্দিন নসু জানান, প্রধানমন্ত্রী উপহার পেয়ে তিনি খুশি এবং আনন্দিত। তিনি বলেন ‘কখনো ভাবিনি প্রধানমন্ত্রীর এ অমূল্য উপহার পাবো আমি।
জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, মুক্তিযোদ্ধা নসিমুদ্দীন নসুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে বাড়ি ও নগদ টাকা তার হাতে তুলে দেয়া হয়। আগামীতে তার তিন ছেলেকেও বাড়ি প্রদান করা হবে।
অসুস্থ মুক্তিযোদ্ধা নসু পেলেন প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি
জানুয়ারি ২৩
০৬:৪০
২০২১