স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব-৫ এর মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারী গ্রেফতার হয়েছে। বুধবার রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে এ অভিযান চালায় র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তি, জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সেলিমাবাদ খাঁসপাড়া এলাকার আশরাফের ছেলে আকাশ আলী (২১)।
বুধবার দিবাগত গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯ টার দিকে শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের একবরপুর- কালীগঞ্জগামী রাস্তায় অভিযান চালিয়ে ১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আকাশকে গ্রেপ্তার করে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। এ সময় একটি অটো রিকশা, ১টি মোবাইল সেট, সীম ও নগদ ১ হাজার টাকাও উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আকাশ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
শিবগঞ্জে সাড়ে ১০ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জানুয়ারি ২২
০৬:৫৬
২০২১