স্টাফ রিপর্টোার: রাজশাহীতে দিনব্যাপী একটিভ ফ্রিল্যান্সার মোটিভেশনাল ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজশাহীস্থ আশ্রয় রিসার্স ট্রেনিং সেন্টারে ডিজিটাল এ মোটিভেশনাল ট্রেনিং অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ একটিভ ফ্রিল্যান্সার মোটিভেশনাল ট্রেনিং-এর উদ্বোধনীতে অতিথি ছিলেন রেভুলেশন টেকনোলজিস বিডি লিমিটেড এর বাংলাদেশ অংশের চেয়ারম্যান সঞ্জয় কুমার বিশ্বাস, এনায়েত হোসেন লিটু, আনোয়ার হোসেন, ওমর ফারুক ও রাজশাহী ডিভিশান প্রধান জি.এম আনোয়ার হোসেন।
প্রশিক্ষণে ই-কমার্স প্রতিষ্ঠান হিসাবে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে হাজির হওয়া এই প্রতিষ্ঠান তরুণদের আউটসোর্সিং কাজের মাধ্যমে আয় করার সুযোগ তৈরি করছে। তারা বিভিন্ন ধরনের জনপ্রিয় অ্যাপস গুলোর মধ্যে চিঠি, মাইটিউব ওয়াল্ড, ভিডসকোপ, গো-গেম ইলেভেনের মতো জনপ্রিয় অ্যাপস বাজারজাত করণে কাজ করছে। প্রশিক্ষনে পুরুষ ৮০ জন ও নারী ২০ জন অংশগ্রহন করেন।
একটিভ ফ্রিল্যান্সার মোটিভেশনাল ট্রেনিং
জানুয়ারি ২২
০৬:৪৭
২০২১