স্টাফ রিপোর্টার: আগামী ২৮ ফেব্রুয়ারী পবা উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে এ উপজেলার তফশীলও ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও পবা উপজেলা পলিষদ উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মনোনয়নপত্র উত্তোলন ও দাখিলের শেষ তারিখ আগামী ৩ ফেব্রুয়ারী, মনোনয়ন বাছাই ৪ ফেব্রুয়ারী, প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারী ও ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারী। পবা নির্বাচন অফিস থেকে জানা গেছে, এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৬৬২। যারমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৭ হাজার ৩৫ এবং নারী ভোটার ১ লাখ ১৫ হাজার ৬২৭। বিগত নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৭৯ টি। তবে এবারে ভোট কেন্দ্র বাড়বে বলে জানা গেছে।
উল্লেখ্য গত ২২ নভেম্বর রোববার বিকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মনসুর রহমান মারা যান। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ করেন। মনসুর রহমানের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ছিল।
পবা উপজেলা পরিষদের উপ-নির্বাচন ২৮ ফেব্রুয়ারী
Spread the love
জানুয়ারি ২১
০৫:৪২
২০২১