প্রেস বিজ্ঞপ্তি : আজ বুধবার বিকেল ৩টায় রাজশাহী সিটি কর্পোরেশন সরিৎ দত্ত কনফারেন্স রুমে রাজশাহী ডিভিশনার ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন (জউঈঅ) এর উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের খেলোয়াড় ড্রাফ্ট অনুষ্ঠিত হবে।
স্থানীয় ৬টি দল নিয়ে লীগ ভিক্তিক এ টুর্ণামেন্টে রাজশাহী বিভাগের সেরা ৮৪ জন ক্রিকেটার অংশ গ্রহন করবেন যাদের মধ্যে বাংলাদেশ দলের বর্তমান ও সাবেক ক্রিকেটার এবং অনুদ্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড় রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগের বাহিরে ২জন ক্রিকেটার বহিরাগত হিসেবে এ টুর্ণামেন্টে খেলার সুযোগ পাবেন এবং তাদের অবশ্যয় ১ম শ্রেণির ক্রিকেটার হতে হবে।
ওয়েস্ট ইন্ডিজের সফরে থাকে বাংলাদেশ দলের ক্রিকেটার বাদে অনেক তারকা ক্রিকেটার এ টুণামেন্টে আংশ গ্রহন করবে বলে মনে করে টুর্ণামেন্টের আয়োজকরা।
আজ খেলোয়াড় ড্রাফ্ট এর আগে আজ বেলা ২টায় রাসিক সরিৎ দত্ত হল রুমে সংবাদ সম্মেলনের উদ্যোগে নিয়েছে টুর্ণামেন্ট কমিটি।
রাজশাহীর সকল প্রিন্ট ও ইলেক্টোনিক মিডিয়ার সাংবাদিকদের উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাগে অনুরোধ জানান টুর্ণামেন্ট কমিটি।
বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের খেলোয়াড় ড্রাফ্ট আজ
Spread the love
জানুয়ারি ২০
০৭:৪৩
২০২১