বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মাজেদুল বারী নয়ন (নৌকা) ও বিএনপির ইসাহাক আলীর (ধানের শীষ) প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া ঋণখেলাপের দায়ে ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর মাসুদ রানা এবং ওএমএস ডিলারশীপ থাকায় ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী আজমেরী আক্তার লিপির মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
মঙ্গলবার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি বড়াইগ্রাম পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
বড়াইগ্রামে দুই মেয়র প্রার্থী বৈধ, বাতিল দুই কাউন্সিলর
জানুয়ারি ২০
০৭:৪২
২০২১