স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে মঙ্গলবার সকালে আসন্ন তানোর পৌর নির্বাচনে যাচাই-বাছাই শেষে বিকেল পাঁচটার উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো ৪ মেয়র প্রার্থী, ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর ৩৪ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন। এ সময় ১ জন সাধারণ কাউন্সিলার প্রার্থীর ঋণ খেলাপির দায়ে মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়।
এরমধ্যে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইমরুল হক, বিএনপির প্রার্থী মিজানুর রহমান, বিএনপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক ও জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
যাচাই-বাছাই উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা কর্মকর্তা সুস্মিতা রায়, তানোর থানার অফিসার্স ইনচার্জ রাকিবুল ইসলামসহ সকল প্রার্থী ও স্থানীয় সাংবাদিকরা।
তানোরে চার মেয়রসহ ৫২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
Spread the love
জানুয়ারি ২০
০৭:৪২
২০২১