রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন স্থাপিত সোনালী ব্যাংকের একটি শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে স্থাপিত এই শাখার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রাবি দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এখানে ৩৮ হাজার শিক্ষার্থী, ১২০০ এর বেশি শিক্ষক, ৬ হাজার কর্মকর্তা-কর্মচারি আছেন। এখনে আরেকটি ব্যাংকের প্রয়োজন ছিল। শিক্ষক সমিতির চেষ্টায় আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক’কে অনুমোদন দেওয়া হয়েছে। এসময় সুষম সেবা প্রধানের জন্য ব্যাংক স্টাফ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদেরকে এক আত্মিক বন্ধনে আবদ্ধ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান।
রাজশাহী অফিসের জেনারেল ম্যানেজার মীর হাসান মোহা. জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আফজাল করিম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম খান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল আরিফ, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, রাবিতে দীর্ঘ ৫৫ বছর ধরে ব্যাংকিং সেবা দিয়ে আসছে অগ্রণী ব্যাংক। সময়ের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের কলেবর বাড়লেও একটি মাত্র শাখা হওয়ায় অর্থনৈতিক লেনদেনে বিভিন্ন সমস্যার সম্মুখিন হতো শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিরা। সময় ও কষ্ট লাঘবে দীর্ঘদিন ধরে অন্য একটি ব্যাংক শাখা স্থাপনের দাবি জানিয়ে আসছিল শিক্ষক-শিক্ষার্থীরা। নতুন এই ব্যাংক স্থাপনে বিভিন্ন জটিলতাকে লাঘব করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদি।
রাবিতে সোনালী ব্যাংক শাখার উদ্বোধন
জানুয়ারি ১৯
০৬:১০
২০২১