রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন সিন্ডিকেট সদস্য হয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন। বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুযায়ী, সরকার মনোনীত ক্যাটাগরিতে তাঁকে সিন্ডিকেট সদস্য করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম জানান, ‘গত বুধবার (১৩ জানুয়ারি) মাহবুব হোসেনকে সরকার মনোনীত ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে মর্মে একটা চিঠি আমার কাছে এসেছে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ২৩ (১) (আই) ধারা অনুযায়ী, সরকার মনোনীত একজন সরকারি কর্মকর্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে থাকেন। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট সিন্ডিকেট সদস্য ১৮ জন। যার মধ্যে বিভিন্ন কারণে চারটি পদ শূন্য রয়েছে।
রাবির নতুন সিন্ডিকেট সদস্য মাহাবুব হোসেন
জানুয়ারি ১৯
০৬:০৬
২০২১