ভোলাহাট প্রতিনিধি: জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষকী ও বিজয়ের ৫০ বছর উৎযাপন উপলক্ষে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ ভোলাহাট জোন আয়োজিত গভীর নলকূপ অপারেটরদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিজস্ব চত্বরে বেলা ১১টার দিকে সহকারী প্রকৌশলি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, পল্লী বিদ্যুৎ সাব-জোনাল এজিএম আরব আলী শেক, গোহালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ অন্যরা।
উচ্চতর উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মঈনের সঞ্চালনায় অপারেটরদের মধ্য থেকে বক্তব্য রাখেন, জিয়াউর রহমান। উপজেলার মোট ২১৮জন অপারেটরের মধ্যে ভালেঅ কাজের জন্য ৭ অপারেটরকে পুরস্কৃত করা হয়।
ভোলাহাটে বিএমডিএ’র অপারেটরদের মাঝে পুরস্কার বিতরণ
জানুয়ারি ১৯
০৫:৫০
২০২১