নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ নাচোল উপজেলা শাখা এক বিশাল কর্মী সমাবেশের অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় নাচোল জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গনে সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, আওয়ামী লীগ নাচোল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস।
তিনি পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত কল্পে সকলকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। তিনি বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, আবাসন প্রকল্প, পদ্মা সেতু, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন।
উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ নাচোল পৌর শাখার নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক নাচোল পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী ও পুরুষ কর্মী ও সমর্থকরা।
নাচোল পৌর নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে শ্রমিকলীগের কর্মী সমাবেশ
জানুয়ারি ১৯
০৫:৪৯
২০২১