স্টাফ রিপোর্টার, বাগমারা: আসন্ন তাহেরপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে বাগমারা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে তাহেরপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী মেয়র আবুল কালাম আজাদ। রবিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে তাহেরপুর পৌরসভার নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়সভা করেন তিনি।
আগামী ১৪ ফেব্রুয়ারি তাহেরপুর পৌরসভায় অনুষ্ঠিত হবে পৌর নির্বাচন। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মেয়র আবুল কালাম আজাদ নির্বাচিত হলে তাহেরপুর পৌরসভাকে আধুনিক তিলোত্তমা পৌরসভায় রুপান্তর করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। সেজন্য নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় বক্তব্য রাখেন, তাহেরপুর পৌরসভা আ’লীগের সভাপতি আবু বাক্কর মৃধা মুনছুর, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল, উপদেষ্টা সদস্য মামুনুর রশিদ মামুন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, দপ্তর সম্পাদক আকবর আলী, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, রাশেদুল হক ফিরোজ, সাংবাদিক নুর কুতুবুল আলম, রোজিনা সুলতানা রোজি।
বাগমারা প্রেসক্লাবে মেয়র কালামের মতবিনিয়ম
জানুয়ারি ১৮
০৫:১৮
২০২১