রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারসহ দুইজনকে আটক করেছে। এছাড়া গ্রেফতারী পরোয়ানা মূলে আরো দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান,বৃহস্পতিবার সকাল অনুমান ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মুনছুর রহমানের ছেলে আরিফ হোসেন (২৮) ও একই গ্রামের সাবের ফকিরের ছেলে সাদেকুল ফকিরকে (৩৫) আটক করা হয়। এসময় ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা মূলে উপজেলার কাশিমপুর ডাঙ্গা পাড়া গ্রামের আজিম উদ্দীনের ছেলে জিয়ারুল এবং পশ্চিম বালু ভরা গ্রামের জামাল উদ্দীনের ছেলে আসলাম উদ্দীনকে গ্রেফতার করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগরে গাঁজাসহ চারজন গ্রেফতার
জানুয়ারি ১৬
০৪:৫৮
২০২১