চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে জুয়া খেলার অপরাধে ৯ জন জুয়াড়িকে নগদ অর্থ ও কার্ডসহ হাতেনাতে আটক করা হয়েছে। শুক্রবার সকালে পাঠানো র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ইউসুফ নগর পুলপাড়া গ্রামের আনারুলের বাড়ীর পূর্ব পাশের টিনসেড ঘরের ভেতরে অভিযান পরিচালনা করে জুয়া খেলার অপরাধে ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করে র্যাব।
অভিযানে ৩ সেট পুরাতন প্লেয়িং কার্ড, ১০টি মোবাইল সেট, ১৫টি সীমকার্ড, ৫টি মেমোরি কার্ড এবং নগদ ১৭ হাজার ৫’শ টাকা জব্দ করা হয়।
আটককৃতরা ৯ জন হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ইউসুফ নগর পুলপাড়ার আক্তার আলীর ছেলে মনিরুল ইসলাম, বিদিরপুর পুলপাড়ার নুরুল হকের ছেলে শামীম হোসেন, পৌর এলাকার গোলাম মোরতোজার ছেলে আব্দুল ওহাব, আলীনগর পুলপাড়ার পতুর ছেলে গাফেলুন, বিদিরপুরের হানিফ আলীর ছেলে সজিব আলী, আলীনগর হাজির মোড়ের মৃত আরমান আলীর ছেলে জাফর ইকবাল, আলীনগর ভূতপুকুর মহল্লার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল কাদের, আলীনগর পুলপাড়ার মৃত হানিফ আলীর ছেলে এজার উদ্দিন এবং একই এলাকার মৃত সেন্টুর ছেলে খাইরুল ইসলাম।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ৯ জুয়াড়ি আটক
জানুয়ারি ১৬
০৪:৫৫
২০২১