স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগামারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলরপ্রার্থী আবু বাক্কার সিদ্দিক সরদার বকুলের পক্ষে প্রচারণা চালিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোস্তারী জাহান লাভলী। বৃহস্পতিবার ওয়ার্ডের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট-পোস্টার বিতরণ করেন তিনি। এসময় সাধারণের কাছে বকুলের জন্য ভোট প্রার্থণা করেন লাভলী।
এছাড়াও প্রচারণায় অংশ নেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউসূফ আলী, সাধারণ সম্পাদক মো. আক্কাস, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান লালন, সাধারণ সম্পাদক বাবলু রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রচারকালে মোস্তারী জাহান লাভলী বলেন, এই ওয়ার্ডের সকল উন্নয়নমূখী কার্যক্রম পরিচালনা ও এটিকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে বকুল ভাইকে পানির বোতল মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
কাউন্সিলর প্রার্থী বকুলের প্রচারণায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র লাভলী
জানুয়ারি ১৫
০৭:১১
২০২১