নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শ্রীরামপুর তরুণ সংঘের উদ্যোগে মঙ্গলবার রাত ৮টায় শ্রীরামপুর মাঠে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা শ্রীরামপুর ব্যামিন্টন দল ১ বনাম শ্রীরামপুর ব্যামিন্টন দল ২ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শ্রীরামপুর ব্যামিন্টন দল ১ বিজয়ী হয়। শেষে তরুণ সংঘের সভাপতি গোলাম মোস্তাফার সভাপতিত্বে পুরস্কার বিতরণী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। প্রধান অতিথি বলেন ‘যুব সমাজ দেশের মুল চালিকা শক্তি। তারুণ্যের এ শক্তিকে কাজে লাগাতে হলে তাদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া সাংস্কৃতির মধ্যে রাখতে হবে। এগুলোর মধ্যে থাকলে আমার বিশ্বাস তারা কখনই বিপদগামী হবেনা। ইভটিজিং ও মাদকে ভয়াবহ ছোবল থেকে মুক্ত রাখতে হলে তাদের ক্রীড়া সাংস্কৃতির কোন বিকল্প নাই।
সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও প্রশাসনকে যুবক ও তরুণদের উন্নয়নের কাজ করতে হবে। তাদের পৃষ্ঠপোশকতা করতে হবে। ক্লাব ও সংগঠনগুলোকে সাহায্য সহযোগীতা করে এগিয়ে নিতে হবে।’
এছাড়া অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেননাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ, বিশেষ অতিথি ছিলেন নাচোল সরকারী কলেজের প্রভাষক শফিকুল আলম, পৌর কাউন্সিলর মতিউর রহমান, ফিরোজা খাতুন রুমা, কাউন্সিলর মনোনায়ন প্রত্যাশী ফাতেমা বেগম, আতিকুল ইসলাম, ডা. নাসিরুল ইসলাম, অ্যাড. আব্দুর রহমান, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার। খেলা পরিচালনা করেন খাইরুল ইসলাম।
নাচোলে শীতকালীন ব্যাডমিন্টন ফাইনাল অনুষ্ঠিত
জানুয়ারি ১৪
০৭:২১
২০২১