গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ইউসুফ আলী মহাজনের ৪৮তম স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শিক্ষক মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জিল্লুর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক গাজী সোহেল আনোয়ার হোসেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত কোরআন শরীফ পাঠ এবং শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে তার বাড়ির পাশে কবর জিয়ারত করা হয়।
রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ইউসুফ আলীর স্মরণসভা
জানুয়ারি ১৩
০৫:৫৪
২০২১