চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা যুব ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সমাপনী খেলা অনুুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পলশা বাজার চত্বরে ফাইনাল খেলা শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক হযরত আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি ডাক্তার গোলাম রাব্বানী।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন আক্তার, ২নং গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু, সাবেক চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজি, গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তাশেম আলী, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন জর্জ, বিএনপি বালিয়াডাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান কমল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেসার্স বাদল এন্টার প্রাইজের প্রোপাইটর বাদল আলী।
অনুষ্ঠানে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব শামসুদ্দিন বাবলু (হাজী বাবলু) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদুল ইসলাম, বালিয়াডাঙ্গা ইউয়িনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল কাশেম, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন।
পলশা যুবক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন সমাপনী
জানুয়ারি ১৩
০৫:৫২
২০২১