Daily Sunshine

পুঠিয়ায় সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন

Share

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে সব ধরনের লেনদেনের সুযোগ সুবিধা ও উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক সিটি ব্যাংক লিমিটেডেরর এজেন্টে ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা সদরের পুঠিয়া-আড়ানী রোড সংলগ্ন সরকারী পিএন উচ্চ বিদ্যালয় মার্কেটে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের নতুন ১৪৬৩ তম শাখার উদ্বোধন করা হয়। এটি রাজশাহী জেলার মধ্যে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ২৮ তম শাখা।
সিটি ব্যাংক পুঠিয়ায় এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রধান পৃষ্টপোষক আহসান-উল হক মাসুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুঠিয়া-দূর্গাপুরের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ,সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর এসএভিপি এন্ড রিজিওনাল হেড (নর্থ বেঙ্গল) সাইফুল ইসলাম। এ ছাড়াও ছিলেন অধ্যক্ষ গোলাম ফারুক, রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু, সমাজসেবক আমজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে হোটেল তাজে ব্যাংকিংএর উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জানুয়ারি ১৩
০৫:৫০ ২০২১

আরও খবর