প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহীর সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আবিদা আনজুম মিতা ও রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাবলু সরকারকে শুভেচ্ছা জানিয়েছে।
মঙ্গলবার বিকালে নগরীর কোর্ট হড়গ্রাম এলাকার নিজ বাসভবনে সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে, সার্কিট হাউজে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আবিদা আনজুম মিতাকে ও নগরীর কুমারপাড়াস্থ’ নিজ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি দৈনিক আমাদের নতুন সময় ও আমাদের রাজশাহী পত্রিকার ফটো সাংবাদিক আসাদুজ্জামান আসাদ এবং সাধারণ সম্পাদক দৈনিক সানশাইন পত্রিকার ফটো সাংবাদিক সামাদ খান।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহসভাপতি প্রথম আলোর ফটো সাংবাদিক শহিদুল ইসলাম দুখু, যুগ্মসাধারণ সম্পাদক দৈনিক সোনার দেশ’র ফটো সাংবাদিক শাহিন খান, কোষাধ্যক্ষ দৈনিক বার্তা’র ফটো সাংবাদিক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক দৈনিক রাজশাহী সংবাদ’র ফটো সাংবাদিক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক যুগান্তর’র ফটো সাংবাদিক আজম খান। এছাড়া নির্বাহী সদস্য দৈনিক সোনার দেশ’র ফটো সাংবাদিক আলী এহসান তুহিন ও দৈনিক রাজশাহী সংবাদ’র ফটো সাংবাদিক রাশেদুর রহমান রাসেল উপ¯ি’ত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার ত্রি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) নগরীর কুমারপাড়ায় অ¯’ায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এনির্বাচনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন- প্রধান নির্বাচন কমিশনার প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, জাবিদ অপু , জিয়া হাসান আজাদ (হিমেল)।
সাংসদ বাদশা, মিতা ও ডাবলুকে ফটোজার্নালিস্টের নেতৃবৃন্দের শুভেচ্ছা
জানুয়ারি ১৩
০৫:৪৯
২০২১