Daily Sunshine

বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে ম্যাচের সূচি পরিবর্তন

Share

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের সূচিতে পরির্বতন হয়েছে। ম্যাচের দিন আগেরটা থাকলেও সময় এগিয়ে আনা হয়েছে। কুয়াশার জন্য খেলতে অসুবিধা হতে পারে তাই বদলে দেয়া হয়েছে সময়। পাশাপাশি সম্প্রচার প্রতিষ্ঠানের সুবিধায় দিবা-রাত্রীর ম্যাচগুলো দুপুর দুইটার বদলে শুরু হবে বেলা ১১টায়।
আগামী ২০ জানুয়ারি বসবে প্রথম ওয়ানডে। দুইদিন পর আবারও মুখোমুখি হবে দুই দল। ৫০ ওভারের ক্রিকেটের শেষ ম্যাচটি বসবে ২৫ জানুয়ারি। সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে রাজধানী ঢাকায়। শেষ ওয়ানডে বসবে চট্টগ্রামে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে সময়ের পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘অনেকগুলো বিষয় এখানে বিবেচনা করা হয়েছে। সম্প্রচার প্রতিষ্ঠান, টিম ম্যানেজমেন্ট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সবার সঙ্গে আলোচনা করার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এক নজরে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের নতুন সূচিÑ
ওয়ানডে সিরিজ: প্রথম ওয়ানডে ২০ জানুয়ারি, বুধবার বেলা সাড়ে ১১টা, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর ঢাকা। দ্বিতীয় ওয়ানডে ২২ জানুয়ারি, শুক্রবার বেলা সাড়ে ১১টা, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর ঢাকা। তৃতীয় ওয়ানডে ২৫ জানুয়ারি, সোমবার বেলা সাড়ে ১১টা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
টেস্ট সিরিজ-প্রথম টেস্ট ৩-৭ ফেব্রুয়ারি, বুধবার-রোববার সকাল ১০টা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। দ্বিতীয় টেস্ট- ১১-১৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার-সোমবার সকাল ১০টা, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুর ঢাকা।

জানুয়ারি ১২
০৬:৪৫ ২০২১

আরও খবর

বিশেষ সংবাদ

কবর খুঁড়তেই দেখা গেল আরবি হরফের ছাপ!

কবর খুঁড়তেই দেখা গেল আরবি হরফের ছাপ!

অবিশ্বাস্য হলেও সত্য, এক মৃত ব্যক্তির কবর খোরার সময় আরবি অক্ষর লেখা বের হয়েছে কবরে দুই পাশের মাটিতে। কবরের দুই পাঁজরের পাশে বিসমিল্লাহ, সুরা ইয়াছিন অক্ষরের কিছু অংশ এবং পূর্ব পাশে রয়েছে মীম হা মীম দাল (মোহাম্মদ) নাম। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এই অলৌকিক ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

সানশাইন ডেস্ক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি এবং ৪২তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে হবে। তার আগে আগামী ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা

বিস্তারিত