Daily Sunshine

সিটি মেয়র ও তাঁর সহধর্মিনীকে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের শুভেচ্ছা

Share

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও তার সহধর্মিনীকে শুভেচ্ছা জানিয়েছে।
রোববার সন্ধ্যায় রাসিকের নগরভবনে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ও পরে নগরীর উপশহর এলাকার মেয়রের নিজ বাসভবনে সমাজবেসী শাহীন আকতার রেণীকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নবনির্বাচিত সভাপতি দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার ফটো সাংবাদিক আসাদুজ্জামান আসাদ এবং সাধারণ সম্পাদক দৈনিক সানশাইন পত্রিকার ফটো সাংবাদিক সামাদ খান।
এসময় আরও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি প্রথম আলোর ফটো সাংবাদিক শহিদুল ইসলাম দুখু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সোনার দেশ’র ফটো সাংবাদিক শাহিন খান, কোষাধ্যক্ষ দৈনিক বার্তা’র ফটো সাংবাদিক মিলন শেখ, সাংগঠনিক সম্পাদক দৈনিক রাজশাহী সংবাদ’র ফটো সাংবাদিক মোখলেসুর রহমান মুকুল, প্রচার সম্পাদক যুগান্তর’র ফটো সাংবাদিক আজম খান। এছাড়া নির্বাহী সদস্য দৈনিক সোনার দেশ’র ফটো সাংবাদিক আলী এহসান তুহিন ও দৈনিক রাজশাহী সংবাদ’র ফটো সাংবাদিক রাশেদুর রহমান রাসেল উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার ত্রি-বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) নগরীর কুমারপাড়ায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এনির্বাচনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন- প্রধান নির্বাচন কমিশনার প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, জাবিদ অপু, জিয়া হাসান আজাদ (হিমেল)।

জানুয়ারি ১২
০৬:৪২ ২০২১

আরও খবর