ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে সরকারি এমএম কলেজ শিক্ষক ও স্থানীয় সাংবাদিক হারুন আল রশীদ এবং পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম মুসার মা রওশন আরা বুলির জানাযা সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় ধামইরহাট বাজার ফুটবল মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযা শেষে সমাজসেবক গিয়াস উদ্দিনের স্ত্রী ও সাংবাদিক মাতা রওশন আরা বুলিকে মঙ্গলকোঠায় পারিবারিক কবরস্থানে স্বামী ও মেয়ের কবরের পাশে দাফন করা হয়।
মরহুমার ছেলে সাংবাদিক হারুন আল রশিদ জানান, রবিবার দুপুর সাড়ে ১২ টায় ধামইরহাট বাজারে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
ধামইরহাটে সাংবাদিক হারুন আল রশীদের মায়ের ইন্তেকাল
জানুয়ারি ১২
০৬:৩০
২০২১