রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একটি অটোচার্জার ভ্যানগাড়ী পেলো এক দৃষ্টি প্রতিবন্ধী পরিবার। সোমবার পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে পরিবারের নিকট ভ্যানগাড়ি তুলে দেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ।
উপজেলার খট্টেশ্বর গ্রামের সরদার পাড়ার আমজাদ ফকিরের ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে এক ছেলে ও এক মেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে মাফিয়া খাতুন বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাবা আমজাদ ফকিরই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি পায়ে চালিত ভ্যান গাড়ি চালিয়ে পরিবারের ভোরন-পোষণ করতেন। মা অন্যের বাড়িতে কাজ করতেন।
রাণীনগরে অটোচার্জার ভ্যান পেলো প্রতিবন্ধী পরিবার
জানুয়ারি ১২
০৬:২৯
২০২১