গোমস্তাপুর প্রতিনিধি: তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য রহনপুর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রোববার একজন মেয়রপ্রার্থী ও একজন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন । শেষদিনে রোববার স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারুক হোসেন স্বপন ও ৭নং কাউন্সিলর প্রার্থী তাজামুল হক মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, মেয়রপদে ৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জনসহ সর্বমোট ৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদের মধ্যে যাচাই-বাছাইয়ে ১ জন কাউন্সিলর প্রার্থী বাদ পড়েন।
তিনি আরো জানান, এখন রহনপুর পৌরসভা নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থী। তারা হলেন, বর্তমান মেয়র তারিক আহমদ (বিএনপি), গোলাম রাব্বানী বিশ্বাস (আওয়ামী লীগ), ডা. জোহনা আক্তার ফ্রড্রিক (বাংলাদেশ কংগ্রেস), স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান খান (আ.লীগ বিদ্রোহী, আসরাফুল ইসলাম (বিএনপি বিদ্রোহী), ডা. মফিজ উদ্দিন (বিএনপি বিদ্রোহী), নূরে আলম সিদ্দিকী বিপ্লব (আ.লীগ বিদ্রোহী)। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীপদে ১৭ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪২জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রহনপুর পৌর নির্বাচনে এক মেয়র প্রার্থীসহ দুই জনের মনোনয়নপত্র প্রত্যাহার
জানুয়ারি ১১
০৫:৩১
২০২১