Daily Sunshine

বাংলাদেশ সফর সহজ হবে না: ক্রেইগ ব্র্যাথওয়েট

Share

স্পোর্টস ডেস্ক: গতকাল বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশের উদ্দেশে দেশ ছাড়ার আগে ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট জানিয়েছেন যে, বাংলাদেশের মাটিতে ভালো করা সহজ হবে না তাদের জন্য। ক্রেইগ ব্র্যাথওয়েট বলেন, চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি আমরা। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি সহজ হবে না। তবে আমাদের আত্মবিশ্বাস আছে, আমরা ভালো করব।
তিনি আরো বলেন, আমাদের কিছু খেলোয়াড় এবারই প্রথম বাংলাদেশের মাটিতে খেলবে। তারা মেধাবী এবং এই পর্যায়ে পারফর্ম করার সামর্থ্য রাখে। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দুদল। ২০, ২২ ও ২৫ জানুয়ারি হবে তিন ওয়ানডে। ৩ ও ১১ ফেব্রুয়ারি শুরু হবে টেস্ট সিরিজের দুই ম্যাচ।

জানুয়ারি ১১
০৫:৩১ ২০২১

আরও খবর

বিশেষ সংবাদ

পা নেই তবুও ফুডপান্ডার রাইডার পলাশ

পা নেই তবুও ফুডপান্ডার  রাইডার পলাশ

আসাদুজ্জামান নূর : রাজশাহী নগরীর উপশহরে প্রসিদ্ধ মাষকলাই রুটির দোকান ‘কালাই হাউজ’। দোকানের সামনে হুইল চেয়ারে বসে আছেন এক প্রতিবন্ধী যুবক। একটি পা নেই, আরেকটি অক্ষম। চেয়ারের পেছনে ফুডপান্ডার খাবার বহন করার ব্যাগ। কিছুক্ষণ পরেই দোকানের এক কর্মচারী কালাইরুটি ও অন্যান্য খাবার নিয়ে এলেন। ভরে দিলেন হুইল চেয়ারের পেছনের ব্যাগে।

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সানশাইন ডেস্ক : ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) ফল প্রকাশ করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষায় পাস করেছেন ১০ হাজার ৯৬৪ জন। পরীক্ষা অংশ নেন ২০ হাজার ২৭৭ জন প্রার্থী। পাস করা ওই প্রার্থীরা এখন মৌখিক পরীক্ষা দেবেন। প্রায় এক বছর পর এই ফল

বিস্তারিত