স্টাফ রিপোর্টার, বাগমারা: আসন্ন ১৬ জানুয়ারি ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বাগমারায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সংবাদ পরিবেশনে পারস্পরিক সহযোগিতা ও করনীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বাগমারা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন গুরত্বপূর্ণ দিক নিয়ে মতবিনিময় করেন উপস্থিত সাংবাদিকরা।
বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাগমারার সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রেসসচিব প্রভাষক জিল্লুর রহমান, সাংবাদিক আফাজ্জল হোসেন, মাহফুজুর রহমান প্রিন্স, রাশেদুল হক ফিরোজ, মমিনুল হক সবুজ, আবুবাক্কার স্বজন, আকবর আলী, জিল্লুর রহমান দুখু, আব্দুল মতিন, শামীম রেজা, রতন কুমার।
ভবানীগঞ্জ পৌর নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন বিষয়ে সাংবাদিকদের মতবিনিময় সভা
জানুয়ারি ১১
০৫:৩০
২০২১