Daily Sunshine

শিবগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা আনুষ্ঠিত

Share

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে কুরআন তেলওয়াত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতার অংশ হিসেবে রবিবার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরিপাড়া রওজাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ প্রতিযোগী অনুষ্ঠিত হয়। এতে ৪টি প্রতিযোগীতায় ৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে দারুল উলুম হামিউস সুন্নাহ উলামানগর মাদ্রাসার তরিকুল ইসলাম, জাবালে নুর ইন্টারন্যাশন্যাল হাফিজিয়া মাদ্রাসার মোহা উসমান আরাফাত ও আরিফুল ইসলাম এবং তেলকুপি বিশ্বাসটোলা দারুল কুরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ওলিউল্লাহ প্রথমস্থান অধিকার করে।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুঈনুল ইসলামের সভাপত্বিতে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সহসভাপতি মজিবুর রহমান।
এদিকে শনিবার বিকেলে শাহবাজপুর তেরশিয়া গ্রামে বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ, আবৃত্তি ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কয়ালার দিয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনিসুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
অনুষ্ঠানে কুইজ, আবৃত্তি ও কুরআন তেলাওয়াত বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জানুয়ারি ১১
০৫:৩০ ২০২১

আরও খবর

বিশেষ সংবাদ

কবর খুঁড়তেই দেখা গেল আরবি হরফের ছাপ!

কবর খুঁড়তেই দেখা গেল আরবি হরফের ছাপ!

অবিশ্বাস্য হলেও সত্য, এক মৃত ব্যক্তির কবর খোরার সময় আরবি অক্ষর লেখা বের হয়েছে কবরে দুই পাশের মাটিতে। কবরের দুই পাঁজরের পাশে বিসমিল্লাহ, সুরা ইয়াছিন অক্ষরের কিছু অংশ এবং পূর্ব পাশে রয়েছে মীম হা মীম দাল (মোহাম্মদ) নাম। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এই অলৌকিক ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী

বিস্তারিত




এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

সানশাইন ডেস্ক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি এবং ৪২তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে হবে। তার আগে আগামী ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা

বিস্তারিত