পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। রবিবার জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী জেলা শাখার সভাপতি রেজাউল করিম টুটুল ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনির যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
নতুন কমিটিতে হুমায়ন কবিরকে আহবায়ক ও মেহেদী হাসান জুয়েলকে সদস্য সচিব করে ২১ সদস্যের উপজেলা ছাত্রদল এবং সানোয়ার হোসেন জনিকে আহবায়ক ও জীবন রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্যের পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি বিষয়টি নিশ্বিত করে বলেন, নির্দেশনা মোতাবেক আগামী ৬০ দিনের মধ্যে এ কমিটিকে ইউনিয়ন, ওয়ার্ড ও কলেজ কমিটি গঠনপূর্বক জেলা ছাত্রদল বরাবর পাঠাতে বলা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক হুমায়ন কবির বলেন, আমাদের উদ্দেশ্য থাকবে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে কাউন্সিলের মাধ্যমে উপজেলা ছাত্রদলের কমিটি করে ছাত্রদলকে গতিশীল করা। বরাবরের মতো ছাত্রদল সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ে সোচ্চার থাকবে।
পুঠিয়া পৌর ছাত্রদল আহ্বায়ক কমিটির অনুমোদন
জানুয়ারি ১১
০৫:২৮
২০২১