স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অসহায় ও দুস্থ প্রতিবন্ধী নারীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মহানগরীর নওদাপাড়া এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রতিবন্ধী অধিকার বিকাশ সংস্থা তাদের নিজস্ব কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে। এ সময় প্রায় দুই শতাধিক প্রতিবন্ধী নারীদের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
শীতবস্ত্র বিতরণ শেষে সেখানে প্রতিবন্ধী নারীদের অধিকার বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী অধিকার বিকাশ সংস্থার সভাপতি আমেনা খাতুন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্ত-কর্মচারী কল্যাণ সমিতির রাজশাহী জেলার সভাপতি রফিকুজ্জামান বেল্টু।
বক্তব্য রাখেন- রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মাহমুদ হাসান, রাজশাহী শিক্ষাবোর্ডের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মুকুল, সাংবাদিক জগদীশ রবিদাস প্রমুখ। সভা সঞ্চালনা করেন প্রতিবন্ধী অধিকার বিকাশ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফিরোজা আক্তার সীমা।
রাজশাহীতে অসহায় ও প্রতিবন্ধী নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
জানুয়ারি ১১
০৫:২৮
২০২১