প্রেস বিজ্ঞপ্তি : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের করক জেলায় হিন্দু মন্দিরে হামলা ও ধর্মীয় সংখ্যালঘুদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে এবং দেশপ্রিয় যতিন্দ্র মোহন সেন এর চট্টগ্রামের রহমতগঞ্জে অবস্থিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ভবন ভাংচুর ও হামলার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগর প্রতিবাদ কমূসূচি পালন করেছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিলেক সাড়ে ৩ টায় সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি ড. সুজিত সরকার।
বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ঘোষ, নগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক মৃদুল সাহা, মতিহার থানা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত সরকার, রাজপাড়া থানা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আশীষ ঘোষ সহ বরুনা শীল, দীপিকা রায়, সোমা ভৌমিক, দশরথ ঘোষ।
সভায় বক্তারা অবিলম্বে পাকিস্তানে মন্দির ধ্বংসকারী তালেবানের দোসরদের গ্রেফতার ও শাস্তির দাবী জানান। সেই সাথে চট্টগ্রামের রহমতগঞ্জে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সুতিকাগৃহ দেশপ্রিয় যতিন্দ্র মোহন সেন এর স্মৃতিবিজড়িত বাড়িটিকে ঐতিহাসিক ভবন জাদুঘর হিসেবে গড়ে তোলার দাবী জানান এবং সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবী জানান।
রাজশাহীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিবাদে মানববন্ধন
জানুয়ারি ১০
০৭:১৭
২০২১