স্টাফ রিপোর্টার, বাঘা: সারা দেশে জেঁকে বসেছে শীত। কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষদের। কনকনে ঠান্ডায় দুর্ভোগ পোহাচ্ছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। এক টুকরো গরম কাপড়ের আশায় যখন তারা পথ চেয়ে বসে আছেন সমাজের বিত্তবান কিংবা সরকারের দিকে। ঠিক সে সময় শনিবার সকালে বাঘায় কম্বল নিয়ে হাজির হয়েছেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
বেলা ১১ টায় বাঘা উপজেলার ডাকবাংলো চত্বরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে এ কম্বল বিতারণ করা হয়। সকল ধর্মের অনুসারী অসহায় দুস্থ শীতার্ত পরিবার কম্বল পেয়ে তারা খুশি হন এবং চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও তার পরিবারের প্রতি দোয়া কামনা করেন।
মোহাম্মদ আলী বলেন, বাঘা নদী মার্তৃক উপজেলা। এখানে অন্যন্য এলাকার চেয়ে শীত বেশি। তাই গতবছর শীত মৌসুমেও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী জেলা ইউনিটের আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামে গরিব-দুখী শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসাবে (কম্বল) বিতরণ করেছি। তাদের সহানুভতি আমাকে মুগ্ধ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিকসহ স্থানীয় সুধীজন।
বাঘায় জেলা পরিষদ চেয়ারম্যানের কম্বল বিতরণ
জানুয়ারি ১০
০৭:০৬
২০২১