
স্টাফ রিপোর্টার : নগরীর অলকার মোড়ের একটি রেষ্টুরেন্টের কনফারেন্স রুমে উত্তরবঙ্গ ৮৯ ও ৯১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
শুক্রাবার রাত্রি ৯টায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ৮৯ ও ৯১ ব্যাচের আহবায়ক নাজমির আহমেদ আমান, প্রধান সমন্বয়ক আশিকুর নবী পল্বব, প্রধান মুখপ্রত্র জহরুল হক, অর্থ কমিটি ইসমত আরা, সেলিম রেজা, শাহীন, যুগ্ম আহবায়ক আরাফিয়া সুলতানা দ্যুতি, শামসুজ্জামান, সাবিনায় ইয়াসমিন পপি সহ উত্তরবঙ্গ ৮৯ ও ৯১ ব্যাচের সকল সদস্য ও নেতৃবৃন্দ।