সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা সংলগ্ন মানিকুড়া গ্রামে ছেলের হাতে মা খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মা ও ছেলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করায় মার মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে ঘটনার দিন সন্ধ্যা রাতে এনজিওর কিস্তির টাকা পরিশোধের বিষয় নিয়ে মা শাহনাজ বেগম (৪৫) ও ছেলে আরিফ হোসেন (২৪) এর মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর এক পর্যায়ে ছেলে আরিফ তার মায়ের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
এসময় গ্রামের লোকজন অজ্ঞান অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত শাহনাজকে রাতেই রাজশাহী নিয়ে যাবার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
এবিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। নিহত শাহনাজ বেগম ওই গ্রামের মৃত অছির উদ্দীনের মেয়ে পাশ^বর্তী তাজপুর গ্রামে তার বিয়ে হলে ছেলে আরিফসহ একটি মেয়ের জম্ম হওয়ার পর স্বামী তালাক করলে দীর্ঘদিন সে বাবার বাড়ী মানিকুড়া গ্রামেই ছেলে আরিফকে নিয়ে বসবাস করে আসছিল বলে গ্রামবাসী জানিয়েছেন।
এছাড়া মায়ের হত্যাকারী আরিফ জম্ম থেকেই অনেকটা মানষিক ভারসম্যহীন বলেও গ্রামবাসী জানিয়েছেন।
সাপাহারে ছেলের হাতে মা খুন
জানুয়ারি ০৯
০৪:৫৫
২০২১