
স্টাফ রিপোর্টার : গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে মুজিব বর্ষ ও শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী-তানোর আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
সভায় ফারুক চৌধুরী বলেন, বাংলাদেশ এখন শুধু স্বাক্ষর জ্ঞান জাতী তৈরিতে সীমাবদ্ধ নয়। এখন আমরা শিক্ষার গুণগত মানের দিকে নজর দিয়েছি। এলক্ষে বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি স্কুলে ডিজিটাল ক্লাসরুম করা হচ্ছে। করোনার মধ্যেও শিক্ষা কার্যক্রম চালু রাখতে অনলাইনে ক্লাস চালু আছে। দেশের প্রকৃত ইতিহাস ও সংস্কৃতি পাঠ্য বইগুলোর মাধ্যমে আগামী প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে। আর এভাবেই শিক্ষার গুণগত উন্নয়নের মাধ্যমে আমরা সুশিক্ষিত জাতি গঠনে সক্ষম হবো।
সভায় আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এবং যুবসমাজ।