Daily Sunshine

এবার ‘গরুর মাংস’ নিয়ে বিতর্কে রোহিতরা

Share

স্পোর্টস ডেস্ক: মেলবোর্নের রেস্টুরেন্টে খেতে যাওয়া ভারতের পাঁচ ক্রিকেটারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন নভলদীপ সিংহ নামের এক ভক্ত। ভিডিওতে বিপাকে পড়েছেন রোহিত শর্মা, শুভমন গিলসহ সিডনি টেস্টের স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটার। অপরাধ করোনা প্রটোকল ভাঙা। সেই সঙ্গে এবার যোগ হল নতুন বিতর্ক। সেদিন রেস্টুরেন্টে গরুর মাংস খাওয়া নিয়ে নিজ দেশে বিতর্কের মুখে পড়েছেন তারা।
রোহিত শর্মা, পৃথ্বী শ, রিশভ পান্ট, নভদীপ সাইনি ও শুভমন গিলরা যখন রেস্টুরেন্টে বসেছিলেন, সেখানে নভলদীপ সিং নামের ওই ভক্ত তাদের দেখে এতটাই উল্লসিত হয়ে পড়েন যে, নিজে ক্রিকেটারদের লাঞ্চের বিল মেটান। বারণ করলেও শোনেননি নভলদীপ। উল্টো রোহিতদের ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছয় হাজার টাকার বিল নিজে শোধ করেন।
পরে রোহিতদের লাঞ্চ করার ভিডিও করে সেটা নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। সেইসঙ্গে পোস্ট করেন বিলের ছবিও। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে অস্ট্রেলিয়া। পাঁচ ক্রিকেটার কোনোভাবে করোনা প্রোটোকল ভেঙেছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। তার আগে পাঁচজনকে পাঠানো হয়েছে আইসোলেশনে, দলের বাইরে তাদের অনুশীলন করতে হবে আলাদাভাবে। প্রটোকল ভাঙায় তাদের জরিমানাও করা হতে পারে।
বিতর্কের সেখানেই শেষ নয়। সেই বিল দেখে কারও কারও নজরে আসে গরুর মাংস খাওয়ার বিষয়টি। বিলের একটি খাবারে উল্লেখ ছিল ‘স্টেয়ার ফ্রাইড বিফ ভেজিটেবল’। যা দেখে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘এ জন্যই বিলটির উপরের দিক ঢেকে রাখা হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘শর্মার ছেলেও (রোহিত শর্মা) গরুর মাংস খায়!’

জানুয়ারি ০৮
০৫:২৪ ২০২১

আরও খবর

বিশেষ সংবাদ

কবর খুঁড়তেই দেখা গেল আরবি হরফের ছাপ!

কবর খুঁড়তেই দেখা গেল আরবি হরফের ছাপ!

অবিশ্বাস্য হলেও সত্য, এক মৃত ব্যক্তির কবর খোরার সময় আরবি অক্ষর লেখা বের হয়েছে কবরে দুই পাশের মাটিতে। কবরের দুই পাঁজরের পাশে বিসমিল্লাহ, সুরা ইয়াছিন অক্ষরের কিছু অংশ এবং পূর্ব পাশে রয়েছে মীম হা মীম দাল (মোহাম্মদ) নাম। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এই অলৌকিক ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

৪১ও ৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা

সানশাইন ডেস্ক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি এবং ৪২তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে হবে। তার আগে আগামী ২৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা

বিস্তারিত