স্টাফ রিপোর্টার : রাজশাহী পলিটেকনিকের ছাত্র রেজওযানুল ইসলাম চৌধুরী সানি ২০১০ সালে প্রকাশ্য দিবালোকে নিজ ক্যাম্পাসে সন্ত্রাসীদের হামলায় নিহত হন। পলিটেকনিক ইন্সটিটিউটের ভর্তি বাণিজ্যসহ অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে প্রবাদ করায় সানিকে হত্যা করা হয় বলে দাবি পরিবারের। আজ তার মৃত্যুবার্ষিকী পালন করছে পরিবারের সদস্যরা। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১০ টায় টিকাপাড়া গোরোস্থানে কবর জিয়ারত করা হবে, ১১টায় রাজশাহী পলিটেকনিককে সনির বেদীতে মাল্য দান এবং বিকেলে বালিয়াপুকুর দেবিশিংপাড়ার নিজ বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
পলিটেকনিকের ছাত্র সানির মৃত্যু বার্ষিকী আজ
জানুয়ারি ০৭
০৪:৩৫
২০২১