স্টাফ রিপোর্টার, বাগমারা: আগামী ১৬ জানুয়ারি আসন্ন ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান পৌর মেয়র আব্দুল মালেকের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা।
বুধবার দুপুরে জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা পৌরসভার ভবানীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ মোড় ও মহল্লায় মহল্লায় গণসংযোগ করেছেন। জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুনের নেতৃত্বে জেলা যুবমহিলা লীগের নেতা কর্মীরা ভবানীগঞ্জ বাজারে মেয়র প্রার্থী আব্দুল মালেকের পক্ষে নির্বাচনী প্রচারনায় নেমে লিফলেট বিতরণ করেন ও সাধারণ ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। পরে মহিলা নেতৃবৃন্দরা ভবানীগঞ্জ নিউমার্কেট চত্বরে মালেক মন্ডলের নির্বাচনী অফিসে এক মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত যুবমহিলা লীগ নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানান সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রেসসচিব ও শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। পরে যুবমহিলা লীগ নেতৃবৃন্দরা ভবানীগঞ্জ বাজারে নির্বাচনী গণসংযোগ শুরু করেন।
অন্যাদের মধ্যে ছিলেন বাগমারা উপজেলা যুবমহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর বানু, সাধারন সম্পাদক পারভীন আক্তার, চারঘাট উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক ময়না খাতুন, দূর্গাপুর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি শাহিদা আঁখি, গোদাগাড়ি উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক মেমোরী খাতুনসহ জেলা যুব মহিলা লীগের নেত্রী জান্নাতুল ফেরসৌস, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
ভবানীগঞ্জে নৌকার পক্ষে জেলা যুব মহিলা লীগের গণসংযোগ
জানুয়ারি ০৭
০৪:৩৫
২০২১