Daily Sunshine

উদীয়মান নারী ক্রীড়াবীদের শিক্ষাকালীন ব্যয়ের দায়িত্ব নিলেন ডাবলু

Share

প্রেস বিজ্ঞপ্তি : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী জেলা ও বিভাগের মহিলা ফুটবল খেলোয়াড় ও নওহাটা মহিলা ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্রী সিনথিয়া খাতুন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাবলু সরকারের সাথে মঙ্গলবার বিকেলে দেখা করে তার লেখাপড়া ও খেলাধুলার চালিয়ে যেতে আর্থিক সমস্যার কথা তুলে ধরলে তাকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান এবং পড়ালেখা ও খেলাধুলা চালিয়ে যাওয়ার দায়িত্ব নেন ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সম্পাদক (প্রশাসন) খায়রুল আলম ফরহাদ, সদস্য জামাল প্রমুখ।

জানুয়ারি ০৬
০৭:০৬ ২০২১

আরও খবর