
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অনুর্ধ্ব ১৬ বছরের বালিকাদের হকি প্রশিক্ষণের সমাপনি ও দিনব্যাপি সিক্স এর সাইড হকি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত হকি প্রশিক্ষণ ক্যাম্পে শতাধিক বালিকা অংশ নেয়। খেলা শেষে বিকেলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী।
এসময় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে শাহীন আকতার রেণী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ও দিক নির্দেশনায় বাংলাদেশ স্বাধীন হয়েছিলো বলেই আজ এ দেশের নারীরা ক্রিড়া-শিক্ষাসহ সব কিছুতেই স্বাধীন ভাবে অংশ নিতে পারে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারছে। আজ পাকিস্তানের দিকে তাকালে সহজেই অনুভব করতে পারি স্বাধীনতা কেনো আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক (প্রশাসন) খায়রুল আলম ফরহাদ, সদস্য জামাল সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।