স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহী বাঘায় পৃথক অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল এবং ১৫ লিটার বাংলা মদসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন আব্বাস আলী ও রবিউল ইসলাম। সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বি পিএমবার) এবং বাঘা থানা অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলামের নির্দেশনায় ৪ জানুয়ারি রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন বাঘা থানার এসআই লুৎফর রহমান, এসআই আব্দুল খালেকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
অভিযানে বাঘা থানার কলিগ্রাম এলাকার আব্দুল মন্ডলের ছেলে রবিউল ইসলাম রবিকে (৩৮) ১৫ লিটার বাংলা মদসহ নিজ এলাকা থেকে রাত ৮ টার দিকে তাকে আটক করে পুলিশ।
এর আগে কালিদাস খালী উচ্চ বিদ্যালয়ের পাশে চারঘাট উপজেলার মিয়াপাড়া গ্রামের জারমান আলীর ছেলে আব্বাস আলী (৪০) তার পায়ের সাথে বেধে অভিনব কায়দায় ২৫ বোতল ফেন্সিডিল বহন করতে গেলে পুলিশ তাকে আটক করে।
বাঘা থানা অফিসার ইনর্চাজ (ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাঘায় বাংলা মদ ও ফেন্সিডিলসহ আটক ২
জানুয়ারি ০৬
০৭:০২
২০২১