স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে চলতি বছরের ১ জানুয়ারি হতে ১১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের র্যাব ফোর্সেস কর্তৃক ‘র্যাব সেবা সপ্তাহ’ পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে রক্তদান কর্মসূচি পালন করেছে র্যাব-৫, রাজশাহী।
মঙ্গলবার (৫ জানুয়ারি) ব্যাটালিয়ন সদরের এমআই রুমে ৩০ জন র্যাব সদস্য রক্ত প্রদান করেছেন। রাজশাহী মেডিকেল কলেজের রক্তদানকারী সংস্থা সন্ধানী’কে এই রক্ত সরবরাহ করা হয়েছে। রক্তদান কর্মসূচীতে র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল মো. আব্দুল মোত্তাকিম (এসপিপি, পিএসসি, জি) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যাব-৫ এর রক্তদান কর্মসূচি পালন
জানুয়ারি ০৬
০৬:৫৯
২০২১