Daily Sunshine

নাচোলে ট্রেডক্রাফট এক্সচেঞ্জর শীতবস্ত্র বিতরণ

Share

নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশ স্টাফ বেনিভোলেন্ট ফান্ডে মুক্তি প্রকল্পের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১শ কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নাচোল ইউপির মুসলিমপুর গালর্স একাডেমী মাঠে কম্বল বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর শাহেদ ফেরদৌস, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, আদিবাসী নেতা বিধান সিং, যতীন হেমরম, ট্রেডক্রাফট এক্সচেঞ্জ বাংলাদেশ ফাইন্যান্স মানেজার মঞ্জুরুল হক, প্রজেক্ট কো-অর্ডিনেটর শাহ সুফি আল মোতাক্কেল বিল্লাহ, এসেডোর ফাইন্যান্স ম্যানেজার আজাহার আলী। আলোচনা শেষে গরীব ও অতি দরিদ্র ১শ’ জন নৃগোষ্ঠীর বয়স্ক, বিধাবা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জানুয়ারি ০৬
০৬:৫৬ ২০২১

আরও খবর