কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ইউনিসেফের আর্থিক সহায়তায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগীতায় এবং গণউন্নয়ন কেন্দ্রের ব্যাবস্থাপনায় চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রায়হান আলী ও গণউন্নয়ন কেন্দ্রের প্রজেক্ট ম্যানেজার রোকনউদ্দৌলা।
প্রকল্পটি সদর উপজেলার পাঁচগাছী ও যাত্রাপুর উনিয়ন এবং চিলমারী উপজেলার অষ্টমীর চর ও নয়ারহাট ইউনিয়নে বাস্তবায়ন করা হবে। প্রায় ১০ হাজার উপকার ভোগীদের মাঝে গোসলখানা স্থাপন, টিউওয়েন স্থাপন, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন, হ্যান্ড ওয়াশ ডিভাইস বিতরণসহ কোভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে।
কুড়িগ্রামের চরাঞ্চলবাসীর স্বাস্থ্য সুরক্ষা অবহিতকরণ কর্মশালা
জানুয়ারি ০৬
০৬:৫৫
২০২১