ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পৌর আওয়ামী লীগে উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি বেলা ১১ টায় ধামইরহাট চাউল কলের চাতালে পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল মুকিত কল্লোলের সভাপতিত্বে আগামী পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করার লক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার বলেন, পৌরসভা নির্বাচনে কে মেয়র প্রার্থী সেটা দেখে নয়, শেখ হাসিনার নৌকা প্রতীক দেখেই ভোট দিন।’
এ সময় এমপি ছলিম উদ্দিন তরফদার, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জেলা আওয়ামী লীগের সদস্য ও মেয়র প্রার্থী ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী ড. আখতারুল আলম, ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবুসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নৌকা প্রতীক দেখে ভোট দিন : এমপি শহীদুজ্জামান
জানুয়ারি ০৬
০৬:৫৫
২০২১