ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে গ্রাম বাসীদের সহযোগিতায় কৃষকদের সুবিধার্থে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান। রবিবার ধামইরহাট ইউনিয়নের ১ হাজার বিঘা জমির মালিক-বর্গাদারদের সাদিচ্ছায় ও উত্তর চকরহমত (বাদদিঘী) এলাকারসহ ১০টি গ্রামবাসীর সহযোগিতা নিয়ে কোদাল, ভারা ও পাওয়ার ট্রলি দিয়ে দেড় কিলোমিটার রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান।
রবিবার ভোর সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা রাস্তার সংস্কার সমাপ্ত করেন গ্রামবাসী। এসময় ইউপি চেয়ারম্যান গ্রামের দেড় শতাধিক মানুষকে খাবার সরবরাহ করেন এবং নিজে ৩ ঘণ্টাব্যাপি কোদাল দিয়ে মাটি খনন করে রাস্তা সংস্কার করেন।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান, রাস্তাটি সংস্কারের ফলে উত্তর চকরহমত, সাতানা বাদদিঘী, উস্তমবাদা, কমরপুর, ভুটিয়াপাড়া, জগদিশপুরসহ প্রায় ১০টি গ্রামের কৃষক সীমান্ত সংলগ্ন মাঠ থেকে চাষাবাদকৃত খাদ্য সামগ্রী সহজেই পরিবহন করতে পারবেন ও ন্যায্য মূল্য পাবেন।
ভুক্তভোগী জমির মালিকরা নতুন এ রাস্তা পেয়ে যেন মহাখুশি। এ সময় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এনামুল হক, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল আতিক কনক, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ওবায়দুল ইসলাম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, শিক্ষক লিয়াকত আলী, যুবলীগ নেতা আক্কাস আলী, স্থানীয় আমিনুল ইসলাম, রমজান আলী, আনিছুর রহমান বুদু, আব্দুল হাকিম, আব্দুল মালেক, খালেক, ছাত্রলীগ নেতা মুনিব রাস্তা সংস্কারে অংশ নেন।
ধামইরহাটে কৃষকের রাস্তা সংস্কার করে দিলেন ইউপি চেয়ারম্যান
ডিসেম্বর ২৮
০৭:১৬
২০২০