চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কর্ণখালি সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত আটটার সময় ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দাইপুখুরিয় ইউনিয়ন আওয়ামীলীগের দুই নং ওয়ার্ডের সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলমগির রেজা।
এসময় আলমগির তার বক্তবে বলেন, তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। ছেলে মেয়েদের খেলাধুলার জন্য খেলার মাঠের ব্যবস্থা করছে সরকার। বর্তমান ছেলে মেয়েরা ডিজিটাল গেমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। ফুটবল, কাবাডি, দাড়িয়াবান্দা, কানামাছি এসব খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে।
উপস্থিত ছিলেন, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবু, আওয়ামী লীগ নেতা সাইদুর ইসলাম, যুবলীগ নেতা জসিম উদ্দিন। ফাইনাল খেলায় কর্ণখালি স্পোটিং ক্লাবকে হারিয়ে দৌলতবাড়ি স্পোটিং ক্লাব চ্যম্পিয়ন হয়।
দাইপুখুরিয়ায় বঙ্গবন্ধু নাইট মিনি ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত
ডিসেম্বর ২৮
০৭:১৫
২০২০