স্টাফ রিপোর্টার : আগামী ২৮ ডিসেম্বর পুঠিয়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত মেয়র পদপ্রার্থী রবিউল ইসলাম রবিকে নৌকা প্রতীকে বিজয় করার লক্ষ্যে প্রচারণার শেষে এলাকাবাসীর কাছে ভোট চেয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
শনিবার বিকাল ৪টায় পুঠিয়ার পল্লীবিদ্যুৎ মাঠ থেকে প্রচার মিছিল বের হয়। মিছিলটি পুঠিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শেষে রাজবাড়ী মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাবলু সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার যুগ্ম সম্পাদক ও বাঘা উপজেলার চেয়ারম্যান লায়েব উদ্দিন লাবলু, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আলিমুল হাসান সজল, আশরাফ উদ্দিন খান, আশীষ তরু দে সরকার অর্পণ, ইসমাইল হোসেন, সৈয়দ মন্তাজ আহম্মেদ, মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহ্সানুল হক মাসুদ, পুঠিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী রবিউল ইসলাম রবি, রাজশাহী জেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ মোল্লা, পুঠিয়া নির্বাচন পরিচালনার কমিটির প্রধান সমন্বয়ক মনিরুল ইসলাম তাজুল, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পুঠিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, পুঠিয়া উপজেলার চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চু।
আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবীব, শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, ভাল্লুকগাছি ইউনিয়নের চেয়ারম্যান তকবির হাসান, রাজশাহী জেলা মৎসজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান নয়ন প্রমুখ।
পুঠিয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করার আহ্বান ডাবলুর
ডিসেম্বর ২৭
০৫:৪৬
২০২০