স্টাফ রিপোর্টার : জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে নির্ধারিত দুটি গাড়ী দেয়া হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাড়ী দুটির উদ্ধোধন করেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম।
এ সময় ডিআইজি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষকে সেবা প্রদান করে চলেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯৯৯ এর জন্য নির্ধারিত
গাড়ির কার্যক্রম চালু হওয়ায় এই জেলার সাধারণ জনগণ আরো বেশি দ্রুততার সাথে সেবা পাবেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এটিএম মুজাহিদুল ইসলাম, পুলিশ সুপার (অপারেশনস্ অ্যান্ড ট্রাফিক), পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার), পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন), রেঞ্জ ডিআইজির কার্যালয়।
জরুরী সেবা ৯৯৯ এর জন্য দুটি গাড়ী পেল চাঁপাই জেলা পুলিশ
ডিসেম্বর ২৭
০৫:৪৪
২০২০