সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বালি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় একটি পাকা ভবনের দেয়াল ও বিম ভেঙ্গে সোহাগ (৩৫) নামে এক আড়ত ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর ইউনিয়ন পরিষদের সামনে ময়েন উদ্দীনের আড়ত ঘরে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে জৈনক ময়েন উদ্দীনের আড়ত ঘর সংস্কারে কাজ চলছিল আর ওই কাজকর্ম দেখাশোনা করছিলেন তার ম্যানেজার সোহাগ। ঘটনাক্রমে ওইসময় বালি ভর্তি ট্রাক্টরটি নির্মানাধীন আড়ত ঘরে বালি নামানোর সময় পুরোনো আড়ত ঘরের দেওয়ালে সজোরে আঘাত করলে দেওয়াল ভেঙ্গে একটি বিম ওই ম্যানেজার সোহাগের ঘাড়ে পড়ে এবং নাকে মুখে রক্ত উঠে সে গুরুতর আহত হয়।
স্থানীয়ারা তড়ি ঘড়ি করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত সোহাগ পত্নীতলা উপজেলার অর্জুনপুর ভাবুক গ্রামের লতিফর রহমানের ছেলে বলে জানা গেছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি জানান, আমি ঘটনাটি শুনেছি। থানায় এ বিষয়ে এখনো কোন অভিযোগ হয়নি।
সাপাহারে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধ্বসে একজনের মৃত্যু
ডিসেম্বর ২৭
০৫:৩৯
২০২০